ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের তারিখ ঘোষণা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ  © সংগৃহীত

শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভিকারুননিসার মূল শাখাসহ অন্যান্য সব শাখায় একযোগে ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।

সম্প্রতি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহনাজ সুলতানা এ তফসিল ঘোষণা করেন। এতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার গভর্নিং বডি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরে ৪০৪ শিক্ষার্থীর আত্মহত্যা, সংখ্যায় বেশি মেয়েরা

তফসিলে আরও জানানো হয়, অধ্যক্ষের কার্যালয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। ১৬ অক্টোবর বেলা ১১টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। আর ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত কলেজটির মূল শাখা (১/এ, বেইলী রোড) সহ অন্যান্য সব শাখায় (আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা) একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence