সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই এসএসসি পরীক্ষার্থী আহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ PM
রাজধানীর কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এসএসসি শিক্ষার্থীসহ দুই জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার জুরাইন হাজী খোরশেদ আলী রোডে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন— হাজী আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফল ব্যবসায়ী মো. রমজান মিয়ার ছেলে রাব্বি শেখ (১৭) ও স্থানীয় কনকর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মৃত জাকির হোসেনের ছেলে মো. জাহিদ (১৬)।
আহত শিক্ষার্থী রাব্বীর বন্ধু মো. জিসান ভুঁইয়া জানান, তাদের সবার বাসা জুরাইন কমিশনার গলিতে। রাতে এলাকার ছোট ভাই তুহিন, সজিবসহ কয়েকজন রাব্বীকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি রাব্বী ছুরিকাঘাতে আহত হয়েছে। তার বাম পায়ের রানে ছুরিকাঘাত করা হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষার হলে শিক্ষার্থীদের নকল দিতে গিয়েছিলেন দুই শিক্ষক, অতপর...।
জিসান বলেন, এ ঘটনায় জাহিদও ছুরিকাঘাতে আহত হয়। তবে জাহিদকে কারা ছুরিকাঘাত করেছে তা বলতে পারবো না।পরে আহত অবস্থায় রাত সাড়ে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
জিসান আরও জানান, বেশ কয়েকদিন দিন আগে জাহিদ, আতিক, রাকিবসহ কয়েকজন একই এলাকার জুনিয়র তুহিন, সজিবদের মারধর করে। এর জের ধরে আজকে রাতে আবারও মারামারির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জাহিদের কোমরের পেছনে ও রাব্বীর বাম পায়ের রানে ছুরিকাঘাত করা রয়েছে। তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসারত রয়েছে।