স্বামীর বাইক থেকে পড়ে বাসচাপায় প্রাথমিকের শিক্ষিকা নিহত

০৯ নভেম্বর ২০২১, ১০:৫৯ PM
নিহত শিক্ষিকা

নিহত শিক্ষিকা © সংগৃহীত

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার  নাম জাকিয়া সুলতানা (৪০)। তার স্বামীর নাম রুহুল আমিন। তিনিও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, জাকিয়া সুলতানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তার স্বামী রুহুল আমিন একই উপজেলার পারআঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা বগুড়ার নিশিন্দারা উপশহরে পরিবার নিয়ে বসবাস করেন। মঙ্গলবার বিকালে স্কুল ছুটির পর স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছলে ঝাঁকুনিতে পেছন থেকে জাকিয়া সুলতানা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর জাকিয়া মারা যান।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সহকারী শিক্ষক জাকিয়া সুলতানার লাশ তার বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে নেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, এ দুর্ঘটনার তারা এখনও কিছু শোনেননি।

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের ৩ থানায় ওসিতে রদবদল: নতুন দায়িত্বে যারা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির ওপর সাকিবের দায় চাপানো নিয়ে মুখ খুললেন পরিচালক মিঠু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জানাজায় খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাকে দায়ী করে যা বলা হলো …
  • ৩১ ডিসেম্বর ২০২৫