বিদ্যালয়ে কোচিং বন্ধে সিদ্ধান্ত নেবে সরকার

২৭ ডিসেম্বর ২০১৯, ০৫:১৬ PM
 শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

কোচিং করার জন্য কোন শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না। কোচিং না করলে তাদেরকে মারবো, পড়াবোনা বিদ্যালয়ে এই মানসিকতাটাকে আমাদের পরিহার করতে হবে। অর্থাৎ বাণিজ্যিক ভাবে বিদ্যালয় ভিত্তিক কোন ধরণের কোচিং আর যাতে বাংলাদেশে পরিচালিত না হয় সেই ব্যবস্থা নেবে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নেত্রকোনায় দি হলি চাইল্ড কিন্টার গার্টেনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

মোক্তারপাড়া মুক্তমঞ্চে বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমসহ অন্যান্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কিন্ডার গার্টেনের পুরনো কয়েক হাজার শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এদিন পৌরশহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে কিন্ডারগার্টেনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমন্ত্রী নওফেল। উদ্বোধন শেষে পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬