এবার খোলা আকাশের নিচে শিশুদের সঙ্গে ক্লাস করলেন ব্যারিস্টার সুমন

২৩ এপ্রিল ২০১৯, ১২:৩৯ PM

© সংগৃহীত

এবার খোলা আকাশের নিচে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে তিনি সেখানে নতুন করে পড়াশোনা করার জন্য যাননি, গিয়েছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ ওই স্কুলের ভবনটি ঝড়ে উড়ে যাওয়ায় দীর্ঘদিন খোলা আকাশের নিচে ক্লাস করছেন শিশুরা। 

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর ডোমসার গ্রামে অবস্থিত চর ডোমসার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে খোলা আকাশের নীচে শিশুদের ক্লাস করেন তিনি। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা গেছে, খোলা আকাশের নীচে ক্লাস করছেন বিদ্যালয়টির কোমলমতি শিশুরা। সেই বেঞ্চেই বসে কথা বলছেন ব্যারিস্টার সুমন। সেখানে স্থানীয় চেয়ারম্যান ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ভিডিওতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘গণমাধ্যমে খবর দেখে ঢাকা থেকে বিদ্যালয়টিতে ছুটে আসি। বাচ্চাগুলো প্রতিদিন এভাবে ক্লাস করে। আমার আশ্বর্য লাগে, কোন দেশে বাস করি! এখানে শুধু স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দের গাফিলতির কারণে অনেকদিন ধরে গাছের নিচে ক্লাস চলছে।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এটা শুনলে অনেক কষ্ট পাবেন। এটা জেলার সদর উপজেলা। এই লজ্জ্বা রাখি কোথায়? এটা একটা ইমার্জেন্সী ঘটনা। এই দেড়শ’ বাচ্চার অভিজ্ঞতা কি হবে? এরা শিক্ষিত ও সৎ না হলে এদেশের উন্নয়নকে ধরে রাখা যাবে না।’

আরো পড়ুন: ভবন নেই, গাছতলায় চলে পাঠদান!

এসময় তিনি শিশুদের কাছে জানতে চান, তারা কতদিন এভাবে ক্লাস করছে? জবাবে তারা চারমাস বলে জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দেবে কিনা জানতে চাইলে তারা ‘হ্যা’ সূচক জবাব দেয়। এছাড়া স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুলের শিক্ষিকাদের সঙ্গেও তিনি ভিডিওতে কথা বলেন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে যদি ভবনটি না হয়, তাহলে আগামী মাসের বেতনের পুরোটি দিয়ে তিনি স্কুলটি করে দেবেন।’ এছাড়া ভবনটি করার উদ্যোগ নেওয়ার জন্য স্থানীয় নেতা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬