বৃষ্টিতে ক্লাসরুমে পানি, দেয়াল থেকে খুলে আসে ইট— ভোগান্তিতে শিক্ষার্থীরা

হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  © টিডিসি ফটো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১৩১ নম্বর পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী। বৃষ্টিতে ক্লাসরুমে পানি আসা, দেয়াল থেকে ইট খুলে আসাসহ নানা অভিযোগ করেন তারা। 

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এসব অভিযোগ আনেন।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আব্দুস সালাম, সাবেক শিক্ষার্থী আরিফ বিল্লাহ প্রমুখ। 

তারা বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি এলজিইডির তত্ত্বাবধানে ঠিকাদার মো. গিয়াস উদ্দিন ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন, যা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

বক্তারা অভিযোগ করেন, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের বাঁধা সত্ত্বেও তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভবনের দুটি ছাঁদ ঢালাই করা হয়। বর্তমানে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ে, দেয়ালে হাত দিলেই ইট খুলে আসে। এ ছাড়াও রড ব্যবহারে কারচুপি করা হয়েছে বলে জানানো হয়। এই ভবন শিশু শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ—এমন দাবি করে তারা অবিলম্বে ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

2a394d39-e4ff-470f-b8ff-d7ffe409b81a

নির্মাণাধীন ভবন

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও সাড়া মেলেনি।

এদিকে গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘শিডিউল অনুযায়ী কাজ চলছে, কোনো অনিয়ম হয়নি। অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে ভবনের নির্মাণসামগ্রী পরীক্ষাও করা হবে।’


সর্বশেষ সংবাদ