বেপরোয়া গতিতে প্রাইভেটকার নিয়ে ছুটল স্কুলছাত্র, ধাক্কায় সাইকেল আরোহী আরেক ছাত্রের মৃত্যু
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৬:২৫ PM
চট্টগ্রাম শহরে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালাচ্ছিল নবম শ্রেণির শিক্ষার্থী তানিম (১৯)। এতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয় আরেক স্কুল শিক্ষার্থী। নিহত কিশোরটির বয়স আনুমানিক ১৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. বিধান আবিদ।
নিহত শিক্ষার্থী স্কুল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬ নম্বরের সাদা হোন্ডা সিভিক গাড়িটি দ্রুত গতিতে এসে রাস্তা পার হতে থাকা সাইকেল আরোহী ওই কিশোরকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রচণ্ড আঘাতে ছেলেটি ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত গাড়িটি আটক করে এবং চালককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. বিধান আবিদ জানান, আটক চালক তানিম (১৯) নবম শ্রেণির ছাত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্রাইভেটকারটি নিয়ে বাইরে বের হয়েছিল। চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।