অন্তরঙ্গ ছবি প্রচার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত
- মিরসরাই প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অপেশাদার আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ মুহুর্তের ছবি প্রচার ও আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ফলে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল পরিচালনা (এডহক) কমিটি।
বুধবার (৪ মে) সন্ধ্যায় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি মোহাম্মদ আলী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
এর আগে, গত ৩ মে প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার পদত্যাগ ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক আজিমের নানান অনিয়ম, দূর্নীতি ও অশ্লীল কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সব সময় খারাপ আচরণ করেন। বিদ্যালয়ের আসবাপত্র থেকে শুরু করে সব কিছুতেই শিক্ষাথীদের কাছ থেকে অর্থ আদায় করেন। আবার এসব টাকা ভাউচার করে বিদ্যালয়ের কোষাগার থেকে উত্তোলন করে সেই টাকা ব্যক্তিগত ভাবে ভোগ করেন, বিভিন্ন প্রকাশনী থেকে অর্থ নিয়ে নিম্নমানের গাইডবুক কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগও করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আজিম উদ্দিন ভূইয়া বুধবার (৪ মে) সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা ও ভিত্তিহীন। এসময় তিনি সাইবার বুলিং এর স্বীকার বলে জানান।
শিক্ষার্থীদের মানববন্ধন ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর অভিযোগ তদন্তের জন্য মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ৩ কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দিবে তদন্ত কমিটি। অভিযোগ প্রমানিত হলে চুড়ান্ত বহিষ্কারের জন্য শিক্ষা বোর্ডে সুপারিশ করা হবে।