প্রধান শিক্ষকের ওপর হামলা ও স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি স্কুলের মাঠে ধান শুকাতে নিষেধ করায় প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল আলমের ওপর এ হামলা করা হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের মাঠে ধান ও খড় শুকাতে স্থানীয়দের নিষেধ করেন। এতে ওই গ্রামের হোসেন আলীর পুত্র শাহজাহান মিয়া, আনিসুর ইসলামসহ অজ্ঞাত ২/৩ জন প্রকাশ্যে শিক্ষকের ওপর হামলা করে এবং বেদম মারধর করে। স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে ওই শিক্ষককে বেদম মারপিট করা হয় এবং বিদ্যালয় বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। স্কুলের নারী শিক্ষকদের গালাগাল করা হয়।
আরও পড়ুন: ছুটির দিনে স্কুলে বিয়ে-সামাজিক অনুষ্ঠানের আয়োজন, নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতারা
এ ছাড়াও প্রধান শিক্ষক এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানের হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’