শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ বন্ধে কাজ করা হচ্ছে: উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।’ সোমবার (১৮ নভেম্বর) জেলার দিরাই উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ‘শিক্ষার বিষয়ে এখনই বড় কোনো সংস্কার করা হবে না। তবে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আমরা একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছি। যারা ডিসেম্বর মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’
সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষা সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘দুর্গম হাওরের আবাসিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে।’
পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান প্রমুখ।