গ্লোবাল পিস সামিটে অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ২৫ এপ্রিল

০৭ এপ্রিল ২০২২, ০২:৫১ AM
গ্লোবাল পিস সামিট বাকু-২০২২

গ্লোবাল পিস সামিট বাকু-২০২২ © সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকু-তে চার দিনব্যাপী গ্লেবাল পিস সামিট-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে গ্লোবাল পিস চেইন। বিশ্বের যে কোনো দেশের ১৬-৪০ বছর বয়সী নাগরিকরা এ সামিট-এ অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সশয় আগামী ২৫ এপ্রিল।

পড়ুন স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা

আগামী ২৯ মে থেকে ১ জুন রাজধানী বাকু-তে এ সামিট অনুষ্ঠিত হবে। ‘গ্লোবাল পিস সামিট বাকু-২০২২’ আওতায় মোট ১৫ জন অংশগ্রহণকারীর সকল খরচ বহন করা হবে। আর ২৫ জনের আংশিক খরচ বহন করা হবে। এছাড়া বিমান ভাড়া, আবাসন খরচ, ভিসা সহায়তাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা বহন করা হবে।

গ্লোবাল পিস চেইন একটি আন্তর্জাতিক সংস্থা। এর উদ্দেশ্য বিশ্বজুড়ে শান্তির প্রচার করা এবং আবেদনকারীর সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, ভালবাসা, সহাবস্থান এবং শান্তি তৈরি করা। আজারবাইজানে চার দিনব্যাপী এই সম্মেলনের প্রতিনিধিরা সেমিনার, দলগত আলোচনা, উপস্থাপনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দর্শনীয় স্থান ভ্রমণ ইত্যাদি বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

আরও পড়ুন বিনা খরচে সাংবাদিকতা পড়ার সুযোগ দিচ্ছে ভারত

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমান খরচ।
* আবাসন সুবিধা।
* ভিসা সহায়তা।
* বৈশ্বিক নেতাদের সাথে যোগাযোগ করার সুযোগ।
* রুণ সামাজিক উদ্যোক্তাদের সাথে দেখা করার সুযোগ।
* কূটনৈতিক প্যানেল আলোচনা।
* পুরস্কার এবং সনদ।
* গালা নাইট।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না।

যোগ্যতার মানদণ্ড:

* ১৬ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থী এবং তরুণ পেশাদারদের অগ্রাধিকার দেয়া হবে।
* জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* আবেদন করতে ৩৫ মর্কিন ডলার প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* পেমেন্ট রশিদ।
* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট।
* ছবি।

আবেদন প্রক্রিয়া:

* আবেদন অনলাইনে জমা দিতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে
* সমস্ত প্রয়োজনীয় শূন্যস্থান সাবধানে পূরণ করতে হবে।
* প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে।
* আবেদন ফি প্রদান করতে হবে।
* সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

বিস্তারিত জানতে পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬