এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ

চট্টগ্রামে ফেল করা ৩৩ জন পাস, পেয়েছেন জিপিএ ৫

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ  © সংগৃহীত

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে অকৃতকার্য ৩৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে একজন পেয়েছেন জিপিএ-৫। বরিশাল বোর্ডে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছেন।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। পুনঃনিরীক্ষণের পর ৯২ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছেন। বাকলিয়া সরকারি হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একরামুল ইসলাম জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন- এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৭৯১ জন। বোর্ডের তথ্য অনুযায়ী, কৃতকার্য হওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন।

এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ছিলো ৯৬ দশমিক ৮২। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৯১ জন। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৪৭, জিপিএ-৫ পেয়েছেন ১৫৬ শিক্ষার্থী।

এদিকে এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছেন। শুক্রবার বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন- হল খোলা রেখে অনলাইনে ক্লাস-পরীক্ষার পথে বিশ্ববিদ্যালয়গুলো

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে আরও ৩০ জন।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে পেল জিপিএ-৫ এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৫ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে পরির্বতন এসেছে ৩৯২ জনের ফলাফলে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence