ঢাবির চ ইউনিট ফল প্রকাশ: ৪০ জন পেল একই নম্বর

ঢাবি চারুকলা অনুষদ
ঢাবি চারুকলা অনুষদ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ ৪০ জন সমান প্রাপ্ত নম্বর পেয়েছে। মোট এক হাজার ৫৪০ জন উত্তীর্ণ হয়েছে। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এবারের ‘চ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১৫ হাজার ৪৯৬ জন। আর মোট আসন সংখ্যা ১৩৫টি।

 


সর্বশেষ সংবাদ