গুচ্ছে ভর্তি আবেদন করেছেন দেড় লাখের বেশি শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৮:১৬ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ০৮:১৬ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন চলছে। বুধবার (২৬ অক্টোবর) বিকাল পর্যন্ত দেড় লাখের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজার, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৮ হাজার এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার।
প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হয় এবং ২৭ অক্টোবর দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং পরের দিন ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।