গুচ্ছে ভর্তির খুঁটিনাটি

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd)-এর মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

জিএসটি ওয়েবসাইটের Apply to Individual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের লিংক পাওয়া যাবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। 

আবেদনের সময়সীমা: আগামী ১৭ অক্টোবর দুপুর ১২ টা হতে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটপর্যন্ত কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। তবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

লগইন: কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/ GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।

মোবাইল নম্বর: আবেদনের কোন এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোন কারনে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে।

বিভাগ পছন্দক্রম: GST গুচ্ছভূক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ GST-এর তিনটি ইউনিট A, B, C-এ বিভক্ত। যেকোন আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবে। আবেদনকৃত বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকবে না।

আবেদন ফি: বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিটি ইউনিটের আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা (ট্রানজেকশন ফি ব্যতিত)। যে সকল বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেই বিভাগ/বিভাগসমূহ পছন্দক্রমে অন্তর্ভূক্ত করলে প্রতিটির জন্য ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদন ফি-এর সাথে যোগ হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়সীমার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence