গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বেরোবিতে আলোচনা সভা

২১ আগস্ট ২০২২, ০৯:৫৬ PM
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বেরোবিতে আলোচনা সভা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বেরোবিতে আলোচনা সভা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের  ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-৩ এর হল রুমে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।

আরও পড়ুন: মুহুর্মুহু ১৩টি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যুপুরীতে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ

বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মাহফুজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিউর রহমান সফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক মোঃ নুরুজ্জামান খান প্রমুখ।এছাড়াও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সফিউর রহমান সফি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান পরিকল্পনাকারী তারেক জিয়ার কারাদন্ড রায়ে আমরা সন্তুষ্ট নই। তাকে অতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তা কার্যকর করা হোক।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬