ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় মার খেয়ে হাসপাতালে ভর্তি ছাত্রী

১০ জুন ২০২২, ১১:৩৪ PM
আহত ছাত্রী

আহত ছাত্রী © টিডিসি ফটো

রাজধানীর গবর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ( সাবেক হোম ইকনোমিক্স কলেজ) ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় এক ছাত্রীকে মারধর করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে ৷ বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে ৷ মারধরের শিকার ছাত্রীর নাম জিনিয়া খানম মিশি৷ তিনি কলেজের শেখ হাসিনা হলের আবসিক ছাত্রী ৷  

এরপর ঐ শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ভর্তি স্লিপে শুক্রবার (১০ জুন) রাত ২ঃ৫০ মিনিটে ঢামেকের কেবিন ব্লক ২ এর ১৩ নম্বর বেডে ভর্তির তথ্য রয়েছে। বর্তমানে তিনি ঢামেকের পুরাতন বিল্ডিংয়ের ২০৩ নং ওয়ার্ডের ১৩ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। 

হামলায় আহত মিশি ও হলের একাধিক  আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন,  নতুন কমিটির সহ সভাপতি বিথী দত্ত, পপি খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা রহমান চৈতি, প্রান্ত দত্ত স্নিগ্ধা, সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান মিষ্টি, মাহবুবা ফূর্তিসহ বেশ কয়েকজন  ছাত্রলীগ কর্মী  শেখ হাসিনা হলের  ৩১৮নং কক্ষে ঢুকে মিশির উপর হামলা করে ৷ এ সময় মিশির মোবাইল ফোন এবং স্বর্ণের হার নিয়ে যায় ৷ হামলায় অংশ নেওয়া সবাই হোম ইকোনমিক্স কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনির অনুসারী৷ 

আহত শিক্ষার্থী জিনিয়া খানম মিশি বলেন, আমার ওপর অতর্কিত হামলা করেছে৷ আমি খুবই অসুস্থ ৷ আমি প্রোগ্রামে যাই নাই এজন্য আমাকে এসে মারধর করছে৷ ওরা সবসময় আমাদের উপর ফোর্স করে৷ আমার মোবাইল, গলার হারও নিয়ে গেছে৷   

এমন অভিযোগ অস্বীকার করেন কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনি। তিনি বলেন, আমি গতকাল থেকে গোপালগঞ্জ ছিলাম ৷ আজ ভোর পাঁচটায় হলে আসছি৷ কাকে মারধর করছে, কে করছে, হাসপাতালেকে ভর্তি এ বিষয়ে কিছুই জানি না৷ 

তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনির ইন্ধনেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুবা আফসানা৷  তিনি বলেন, ওরা ( হামলাকারীরা)  অনেক দিন ধরে মেয়েদের ডিস্টার্ব করে৷ গতকাল মিশি একটা রুমে বসে ছিলো৷ সভাপতির অনুসারীরা এসে রুমের লাইট বন্ধ করে মারধর করছে ৷ সভাপতির ইন্ধন ছাড়া তার মেয়েরা এত সহস পাবে না ৷ 

শিক্ষার্থীকে মারধরের বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা  বলেন, আমাদের কলেজে এমন কোন ঘটনা ঘটেনি। যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। আপনারা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখেন এ নামে কেউ আছে কিনা। 

এরপরও এই বিষয় নিয়ে তদন্ত কমিটি করে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কলেজ প্রশাসন ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬