শিক্ষকের কোলে সন্তান, হলে পরীক্ষা দিলেন ছাত্রী

০১ জুন ২০২২, ০৮:০৯ AM
সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের কোলে ছাত্রী ফাতেমার সন্তান

সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের কোলে ছাত্রী ফাতেমার সন্তান © সংগৃহীত

বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছেন মা। পাশেই বসা ছোট্ট শিশু সন্তান একটু পরপর মায়ের পরীক্ষার খাতা টানছে, কলম ধরছে। মায়ের মনও বিচলিত, চোখে কখন কলমের খোঁচা লাগে বা পড়ে যায়। অন্যদিকে নির্দিষ্ট সময়ে পরীক্ষাও শেষ করতে হবে। এ অবস্থা দেখে এগিয়ে এলেন শিক্ষক। ফাতেমা আক্তারের এক বছরের সন্তানকে কোলে নিয়ে স্বস্তিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন ছাত্রীকে।

মঙ্গলবার (৩১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় এমন ঘটনা ঘটে। এর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম তার ছাত্রী ফাতেমা আক্তারের মেয়ে মারিয়ামকে কোলে নিয়ে দায়িত্ব পালন করছেন।

কামরুল ইসলাম বলেন, শিশুটির মায়ের ইনকোর্স (মিডটার্ম) পরীক্ষা ছিল। ছোট সন্তান হওয়ায় প্রথম মিডটার্মে অংশ নিতে পারেনি। আজও দেখি সন্তানকে সামলে অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। তখনতার মেয়েকে কোলে নিই। ফাতিমাকে পরামর্শ দিয়েছি পরের পরীক্ষাগুলোর সময় আগে এসে কোনো জুনিয়র বা সিনিয়রের কাছে মেয়েকে কিছুক্ষণের রাখার জন্য।

আরো পড়ুন: সপ্তাহে রাবিতে ভর্তি আবেদন সোয়া ২ লাখ

ফাতেমা জানান, ঢাকায় স্বামী, সন্তান ও ননদ নিয়ে থাকেন। ননদ স্কুলে পড়ে। স্বামী জরুরি কাজে বাইরে থাকায় সন্তানকে রেখে আসতে পারেননি। তাকে নিয়েই পরীক্ষা দিতে এসেছেন। এক বছরের বাচ্চা, চোখের সামনে না থাকলে ভরসা পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার সম্পর্কে তিনি জানেন না বলে উল্লেখ করেন।

ডে–কেয়ার সেন্টারের পরিচালক আবদুস সামাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরুর পর থেকেই চালু আছে ডে-কেয়ার সেন্টার।  প্রতিটি বিভাগে বিষয়টি নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। বিভাগগুলো যদি যথাযথভাবে প্রচার না করে, তাহলে বিষয়টি দুঃখজনক। ২৫ জন শিশু রাখার সক্ষমতা রয়েছে। মাত্র ১০-১৫ জন সুবিধা নেয়।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬