বেরোবিতে দুই প্রভোস্টের পদত্যাগ 

৩১ মে ২০২২, ০৮:২৮ PM
দুই হলের প্রভোস্ট

দুই হলের প্রভোস্ট © সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিনটি হলের মধ্যে দুই হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তারা হলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট তানিয়া তোফাজ। 

মঙ্গলবার (৩১ মে) একাডেমিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন এই দুই প্রভোস্ট। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০১৭ সালের ৯ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান সহকারী প্রভোস্ট হিসেবে বঙ্গবন্ধু হলে যোগদান করার পর ভারপ্রাপ্ত প্রভোস্ট-এর দায়িত্ব পান। ২০২১ সালের ৩০ মে পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 

এরপর ৩১ মে, ২০২১ তারিখ থেকে তাকে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ প্রভোস্ট হিসেবে দায়িত্ব দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্ব পাওয়ার ঠিক এক বছরের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগ করলেন তিনি। 

জানা যায়, তাবিউর রহমান প্রধান বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নেওয়ার পর হল-এ বৈধভাবে শিক্ষার্থী তোলাসহ নানাবিধ উদ্যোগ নিয়ে ছাত্রদের পড়াশুনার উপযোগী পরিবেশ তৈরি করেছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর হল এ ডাইনিং সিস্টেম চালু করাসহ রিডিং রুম, আলাদা গার্ডরুম করাসহ শিক্ষার্থীদের সুবিধার্থে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

এদিকে ফজিলাতুন্নেছা মুজিব হল এ প্রথমে সহকারী প্রভোস্ট হিসেবে যোগদান করেছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া তোফাজ। গত ২৩ মার্চ, ২০২২ তারিখে হল প্রভোস্ট জনি পারভীন পদত্যাগ করলে উদ্ভূত সংকট মেটানোর জন্য তানিয়া তোফাজকে প্রভোস্ট-এর দায়িত্ব দেয়া হয়েছিল। তিনিও দুই মাস পর প্রভোস্ট এর পদ থেকে পদত্যাগ করছেন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬