দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা আহ্বান করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভায় গুচ্ছের ব্যাপারে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সোমবার (৩০ মে) রাত ৮টার সময়ে এই সভা শুরু হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরের পরিবর্তে আগস্টে আসতে পারে। এছাড়াও গুচ্ছের ভর্তি আবেদন ফি বাড়তে পারে। ভোগান্তি থেকে শিক্ষার্থীদের রক্ষায় মাইগ্রেশনের ব্যবস্থাও থাকবে। সভায় এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেশনজট নিরসনে সময়সূচি এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। যদিও শিক্ষার্থীরা সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন।
তারা বলছেন, নতুন পরিকল্পনায় তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। আরেক অংশ বলছেন, নতুন তারিখেও সমস্যা নেই। তারা পরীক্ষায় আইসিটি থাকবে নাকি কোনটি, সেটির নিশ্চয়তা চাচ্ছেন। কেউ কেউ বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবি জানিয়েছেন।
ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ড. ইমদাদুল হক জানিয়েছেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে আবেদন ফি নেয়া হয় ১ হাজার ২০০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আগে এই ফি ছিল ৬০০ টাকা।
এদিকে শিক্ষার্থীরা সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। তারা বলছেন, তারা সেপ্টেম্বরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নতুন পরিকল্পনায় তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। তবে ভর্তিচ্ছুদের আরেক অংশ বলছেন, নতুন তারিখেও সমস্যা নেই। তারা পরীক্ষায় আইসিটি থাকবে নাকি কোনটি, সেটির নিশ্চয়তা চাচ্ছেন। কেউ কেউ বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবি জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে সেপ্টেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষায় এগিয়ে এনে অগাস্টে নেওয়ার পরিকল্পনা হয়।
এছাড়া ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেবে গুচ্ছ কমিটি।
সভায় অন্যান্য বিষয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা। তবে এটি এখন আগস্টে আনার পরিকল্পনা করা হচ্ছে।