করোনা পরীক্ষা করাতে গিয়ে কর্মচারীর হেনস্তার শিকার কুবি ছাত্র

করোনা পরীক্ষা করাতে গিয়ে কর্মচারীর হেনস্তার শিকার কুবি ছাত্র
করোনা পরীক্ষা করাতে গিয়ে কর্মচারীর হেনস্তার শিকার কুবি ছাত্র  © টিডিসি ফটো

বড় ভাইয়ের করোনা পরীক্ষা করতে গিয়ে কুমিল্লা সদর হাসপাতালের কর্মচারীর হাতে হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবু মুসা। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী আবু মুসা সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের প্রবাসী করোনা টেস্ট বুথে তার বড় ভাইকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। কিন্তু প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর সাড়ে ১০টার দিকে তাদের সিরিয়াল আসলে আউটসোর্সিং কর্মীরা জানায় কুমিল্লা জেলার বাইরের কোন লোকের করোনা টেস্ট করানো হয় না। যদিও প্রথমে তারা জানায় টেস্ট করানো হবে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রতিবাদ জানালে দায়িত্বরত কর্মীরা প্রথমে কলার চেপে ধরে এবং বাঁশ নিয়ে মারধরের জন্য এগিয়ে আসে।

ভুক্তভোগী শিক্ষার্থী আবু মুসা বলেন, আমার বড় ভাই আগামীকাল সৌদি আরব যাওয়া জন্য টিকিট কেটেছে। সেজন্য করোনা টেস্ট করাতে সদর হাসপাতালে যাই। সেখানে গিয়ে দেখি যারা সকাল থেকে করোনা টেস্ট করানোর জন্য লাইন ধরে দাড়িয়ে আছে তাদের অতিক্রম করে টাকার বিনিময়ে অন্যরা টেস্ট সম্পন্ন করতেছে। আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় সংশ্লিষ্ট কর্মী আমাকে মারার জন্য তেড়ে আসে।

আরও পড়ুন: কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

মুসা বলেন, বিষয়টি মোবাইলে ধারণ করতে গেলে তারা আমার ফোন কেড়ে নেয় এবং আমার কলার চেপে ধরে। এক ঘন্টা পরে আমি এবং লাইনে দাড়ানো অন্যদের অনুরোধে তারা ভিডিও ডিলিট করে মোবাইল ফেরত দেয়। এছাড়া করোনা পরীক্ষার করানোর জন্য যে ১৫০০ টাকা জমা দিয়েছিলাম, সেটা টাকাও পরে আর তাদের আচরণে ফেরত নেইনি।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ঘটনার সত্যতা সম্পর্কে জেনেছি। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় আমরা এ বিষয়ে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কয়েকদিন আগেও অন্য আরেকজন শিক্ষার্থীর সাথে একই ঘটনা ঘটেছে। আমি ওই শিক্ষার্থীর সাথেও কথা বলেছি। সিভিল সার্জনের সাথে কথা বলব এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। পাশাপাশি আজকের ঘটনায় জড়িতের শাস্তির আওতায় আনা হয়।

প্রসঙ্গত, এর আগে গত (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর হাসপাতালে টিকা নিতে গিয়ে টিকাকর্মীর হাতে হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সারাফাত সিজান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence