জবি ক্যাম্পাস খুললেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৯ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৯ PM
ক্যাম্পাস খুললেই শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের ক্লাস ক্যাম্পাস । সশরীরে ক্যাম্পাস খুলার আগে অনলাইনেও তাদের ক্লাস নেয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, আমাদের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এখনও কিছু ভাবছি না৷ ক্যাম্পাস খোলার পরেই তাদের ক্লাস শুরুর ডেট দেয়া হবে। সরকার যেহেতু ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, সেহেতু এর আগে এদের কোনো ক্লাস নেয়া হবে না।
অনলাইনে তাদের ক্লাস নেয়ার ব্যাপারে তিনি বলেন, তাদের ক্লাস আমরা সশরীরেই শুরু করব৷ ওরিয়েন্টেশন করে তাদের ক্লাস শুরু হবে। আর এখন যারা নতুন ভর্তি হয়েছে তাদের অনেকের ডিভাইস নাও থাকতে পারে। সুতরাং আমরা তাদের ক্লাস অনলাইনে নেব না। সশরীরেই ক্লাস শুরু করা হবে ক্যাম্পাস খোলা হলে।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ৫৪৩টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২ হাজার ৭৬৫টি। মেরিট তালিকা অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে আসন খালি ছিল ৪৩৩টি। এর আগে ষষ্ঠ মেধা তালিকিায় এ ইউনিটে ৩৭১৮ থেকে ৪১৫০ মেধাতালিকা পর্যন্ত বিষয়ের জন্য মনোনীত হয়। এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটে আসন খালি ছিল ১২৪টি। এই ইউনিটে বিষয় পেয়েছেন ১৫৫১ থেকে ১৭৭৪ পর্যন্ত মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা। ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬৪টি সিট ফাঁকা থাকায় ১১২৬ থেকে ১১৯২ পর্যন্ত মেধাতালিকার শিক্ষার্থীরা বিষয়ের জন্য মনোনীত হন।
‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে আসনসংখ্যা ৮২৫, ‘বি’ ইউনিটে ১৭ বিভাগে ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের আসনসংখ্যা ৫২০টি।
এ ছাড়া সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ৪০টি করে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসন রয়েছে।