কাল ববিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নেতাকর্মীদের এড়িয়ে চলছেন ছাত্রলীগের জয়-লেখক

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক, প্রবন্ধ উপস্থাপন করবেন পিআইবির সাবেক মহাপরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা, ওয়েবিনারটির সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এছাড়াও ওয়েবিনারের যুক্ত থাকবেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ