খুবিতে আবেদন পড়ছে ৪৭ হাজার, আসনপ্রতি লড়বে ৩৮ জন

০৬ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ PM

© ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটা সহ ১ হাজার ২২৭ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪৭ হাজার ৯ জন শিক্ষার্থী।

আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৩৮ জন শিক্ষার্থী। এছাড়াও বিদেশি কোটায় ৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি স্কুলে ১ টি করে বিকেএসপি কোটা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস।

মেরিট অনুযায়ী ১ হাজার ২২৭ সিটে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ওয়েটিং লিস্ট  প্রকাশ করা হবে৷ তিনি বলেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিংয়ে কবে নাগাদ মেরিট লিস্ট দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষার রেজাল্টের বিষয়ে আলোচনা করার পর জানানো হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে এহসানুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
ডিসেম্বরে সম্পাদনার শীর্ষে হাদি, দ্বিতীয় খালেদা জিয়া, কী আছ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ-৭ আসনে বিএনপি প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজের ছবি ফেসবুক পেজ থেকে মুছে দিল কেকেআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার চার আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!