বেরোবি শিক্ষার্থীদের ব্যায়াম উপকরণ পেতে আবেদন করলেন ছাত্রলীগ নেতা 

ব্যায়ামের উপকরণ চেয়ে আবেদনপত্র
ব্যায়ামের উপকরণ চেয়ে আবেদনপত্র  © টিডিসি ফটো

আসন্ন পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ সার্কুলারে আবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরাট একটি অংশ। ভোর ৬টার পরে আবেদন করা শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ কর্তৃক দেওয়া শারীরিক সক্ষমতা যাচাই পদ্ধতির অনুশীলনের মধ্যে মুখরিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

তবে কোন ধরণের সরঞ্জাম ছাড়াই এসব অনুশীলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সরঞ্জাম ছাড়াই অনুশীলন দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেসব প্রয়োজনীয় সামগ্রী পেতে আবেদন করেছেন শিক্ষার্থীদের দাবী আদায়ে প্রথম সারীতে থাকা ছাত্রলীগ নেতা মারুফ ভুঁইয়া।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বরাবর একটি আবেদনপত্র দেন ছাত্রলীগের এই নেতা।

আবেদনপত্রে মারুফ ভূইয়া বলেন, ‘শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য শারীরিক কসরত খুবই গুরুত্বপূণ । প্রতিদিন সকাল এবং বিকালে বিশ্ববিদ্যালয়ে দৌড়, লং জ্যাম্প, হাই জ্যাম্প, সিট আপ ও পুশ আপ অনুশীলন করে শিক্ষার্থীরা। নিজেকে ঠিক করতে রোপ ক্লাইম্বিং এবং ড্রাগিং করতে আগ্রহী এই শিক্ষার্থীরা।’

প্রতিদিন অনুশীলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শারীরিকভাবে উপযুক্ত হতে নিয়মিত অুশীলনে অংশগ্রহণ করছি। তবে প্রয়োজনীয় উপকরণ না থাকায় অনুশীলনে আমাদের অনেক ঘাটতি থেকে যায়। ইতোমধ্যে ড্র্যাগিংয়ের জন্য গাড়ির টায়ার নিতে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আবেদন করেছি। আশা করি খুব দ্রুত তা পেয়ে যাবো।’

ব্যায়ামের উপকরণ চেয়ে আবেদনপত্র প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-১) কর্মকর্তা শাহীদ আল মামুন।

তিনি বলেন, ‘আবেদনপত্রটি পাওয়ার সাথে সাথেই রেজিস্ট্রার স্যার সেটা মার্ক করে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে পাঠিয়ে দিয়েছেন। এখন উপাচার্যের সাথে কথা বলে উপকরণাদি নিশ্চিতকরণের বিষয়টি তারা দেখবেন।’


সর্বশেষ সংবাদ