আবাসিক শিক্ষার্থীদের মাস্ক ও ফুল দিয়ে বরণ করে নিল বেরোবি

০২ নভেম্বর ২০২১, ০৩:১৫ PM
শিক্ষার্থীদের বরণ করার মুহূর্ত

শিক্ষার্থীদের বরণ করার মুহূর্ত © টিডিসি ফটো

করোনার কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করতে থাকেন।

আবাসিক হল খোলা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় হলে আসা শিক্ষার্থীদের ফুল, চকলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, আবাসিক শিক্ষার্থীদের হলে থাকার যে নির্দেশনা রয়েছে সেগুলো পালন করে হলে থাকতে হবে। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।

শিক্ষার্থীদের বরণ করার আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রোভিসি সরিফা সালোয়া ডিনা বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে উঠতে পারছেন, এটা আনন্দের বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার অন্তত একডোজ টিকা নিতে হবে। এটি ছাড়া হল ও ক্লাসে প্রবেশ করা যাবে না।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬