জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশের পর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনের পরীক্ষাগুলো নেয়া সম্ভব হবে কিনা এ বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশের পর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনের পরীক্ষাগুলো নেয়া সম্ভব হবে কিনা এ বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে  © ফাইল ফটো

সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন করে গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হয়। আরেক দফা ছুটি বাড়ানোর সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনের পরীক্ষা হবে কিনা এ বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ), ২০১৯ সালের সিএসসি তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার, ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (পুরাতন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (নতুন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের ইসিই পার্ট-১,২য় সেমিস্টার, ২০১৯ সালের ইসিই পার্ট-৪, ৭ম সেমিস্টারসহ আরও বেশকিছু বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

পড়ুন: সশরীরে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্রকাশিত রুটিনের পরীক্ষা হবে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু নতুন করে ছুটি বাড়ানো হয়েছে তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নতুন করে ভাবতে হবে। এছাড়া গতকাল বৃহস্পতিবার নতুন করে ছুটি বাড়ানো পর কর্ম ঘণ্টা শেষ হয়ে যাওয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি বর্ধিত করা হয়। এছাড়া আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পড়ুন: টিকা ছাড়াই সশরীরে পরীক্ষা নেয়ার উদ্যোগ, যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনের পরীক্ষার বিষয়ে একটি দায়িত্বশীল সূত্র আজ শুক্রবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগেও একাধিকবারা স্থগিত পরীক্ষার বিষয়ে রুটিন প্রকাশ করেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। যেহেতু রুটিন প্রকাশের পর ছুটি আবার বাড়ানো তাই সিদ্ধান্ত নিতে সময় দিতে হবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


সর্বশেষ সংবাদ