সশরীরে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রুটিন প্রকাশ

২৩ আগস্ট ২০২১, ১১:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত ধারাবাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার কথা জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ), ২০১৯ সালের সিএসসি তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার, ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (পুরাতন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (নতুন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের ইসিই পার্ট-১,২য় সেমিস্টার, ২০১৯ সালের ইসিই পার্ট-৪, ৭ম সেমিস্টার, ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে।

এসব পরীক্ষার আয়োজনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মাে. শাহানুর রহমান সা’দ সোমবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সশরীরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬