ববি শিক্ষক সমিতির প্রতিবাদ

‘ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্তের অপচেষ্টা হচ্ছে’

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

কুষ্টিয়ার কতিপয় দুর্বৃত্ত কর্তৃক জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে জনসাধারণকে বিভ্রন্ত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করে শিক্ষক সমিতি।

আজ সোমবার (০৭ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিবৃতি এ বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হাজার বছরের শোষিত, নির্যাতিত বাঙালি জাতিকে যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই মহান ব্যক্তির ভাষ্কর্যের উপর আঘাতের মাধ্যমে কিছু অকৃতজ্ঞ, বেঈমান স্বাধীনতার মূল চেতনাকে আঘাত করেছে। স্বাধীন দেশ, জাতীয় পরিচয়, সার্বভৌমত্ত্ব ও আত্মমর্যাদাবোধ যে মহান নেতার সাহসী নেতৃত্বে, নজিরবিহীন ত্যাগ ও অবদানের মাধ্যমে অর্জিত হয়েছে, তাঁকে অবমাননা করা কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীতে বিভিন্ন জাতি-গোষ্ঠির তাদের আন্দোলন-সংগ্রাম, ইতিহাস-ঐতিহ্য ভাষ্কর্যের মাধ্যমে উপস্থাপনের দৃষ্টান্ত রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, একটি বিশেষ মহল ভাষ্কর্য ও মূর্তি বিষয়ে এক ধরনের ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ এক ও অভিন্ন। কোন অপশক্তিই বঙ্গবন্ধুকে বাঙালি জাতির হৃদয় থেকে মুছে দিতে পারবে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করবে।


সর্বশেষ সংবাদ