তিথী সরকারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

তিথী সরকার
তিথী সরকার  © টিডিসি ফটো

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথী সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি করেছেন।

এর আগে মামলার বাদীর জবানবন্দি গ্রহন করেন ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল অভিযোগের বিষয়ে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগ বলা হয়, আসামী তিথী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক পেজ www.facebook.Tithy Sarker এই আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ইসলাম ধর্মের মূল্যবােধ ও অনুভূতিতে আঘাত দিয়েছেন।

তার ফেসবুক আইডি পর্যালােচনা করলে দেখা যায় যে, তিনি ইসলাম ধর্মের মুল্যবােধ ও অনুভূতিতে আঘাত করে ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বিভিন্ন পোস্ট লিখেছেন ও প্রচার করেছেন। আসামী তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (জবি) শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

ইতোমধ্যে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেবার কারণে তাকে উক্ত সংগঠক থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথী সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।


সর্বশেষ সংবাদ