সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, ইবির ছাত্রকে বাঁচানো গেল না
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৫:০৫ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২০, ০৫:২০ PM
সাপের কাঁমড়ে ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাসেল হোসেন নামে ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায় হলে তাকে বাঁচানো যায়নি। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী রাসেলের বাড়ি ক্যাম্পাসের পাশেই শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। তার পিতার নাম আমজাদ মোল্লা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রাতে খাওয়ার পর নিজ রুমেই ঘুমিয়ে ছিল ওই শিক্ষার্থী। মধ্যরাত্রের দিকে তাকে সাপে কাঁমড় দেয়। তখন তিনি যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে রুম থেকে বের করে। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায়। কিন্তু আজ দুপুরে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র রাসেল হোসেনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপের কাঁমড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি শুনেছি।