করোনায় আক্রান্ত ইবি কর্মকর্তা, বাড়ি লকডাউন

১৩ জুন ২০২০, ০৬:৪৫ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-প্রকৌশলী কর্মকর্তা আব্দুল মালেকের নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) তাঁর করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে বলে জানা গেছে। এরপর থেকে এ কর্মকর্তার বাড়ি লকডাউন করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে তাঁর শরীরে জ্বর থাকায় করোনা টেস্ট করান তিনি। গতকাল শুক্রবার করোনা শনাক্তের পর থেকে বর্তমানে তিনি বগুড়ায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমিমুজ্জামান টুটুল বলেন, সাতদিন ধরে জ্বর থাকাতেই করোনা টেস্ট করা হলে গতকাল শুক্রবার তার পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা আক্রান্ত ইবি কর্মকর্তা আব্দুল মালেক বলেন, গত ৬ তারিখ রাতে তাঁর জ্বর আসে, সঙ্গে শরীর ব্যথাও। বাসায় বসে প্যারাসিটামল এবং গরম পানি খাওয়াসহ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েছি। তিনি বলেন, এরপরও সুস্থ না হলে গত বৃহস্পতিবার (১১ জুন) টিএমএসএস-এ করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬