২০ দিন ধরে বাস বন্ধ, চালুর দাবিতে আন্দোলনের হুশিয়ারি শিক্ষার্থীদের

  © ফাইল ফটো

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দূর-দূরান্ত থেকে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র দুটি বাস। তার উপর একটি রুটের বাস চলাচল বন্ধ রেখেছে কলেজ প্রশাসন। এদিকে দীর্ঘদিন থেকে বাস বন্ধ থাকায় শিগগিরই চালুর দাবিতে আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী রুটের বাস ‘অগ্নিবীণা’তে একটি ঘটনা ঘটে। আর এই ঘটনার তদন্ত করার নামে প্রায় ২০ দিন ধরে বাস বন্ধ রেখেছে কলেজ প্রশাসন।

দ্রুত বাস চালু না করলে আন্দোলনের হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, অন্যান্য কলেজে বাস বাড়ে আর আমাদের কলেজে বাস কমে। তারা কি তদন্ত করে তারাই জানে। তদন্তের নামে ২০ দিন ধরে বাস বন্ধ। আর তদন্ত করতে বাস কেন বন্ধ রাখতে হবে? এসময় দ্রুত বাস চালু করার দাবি জানায় শিক্ষার্থীরা।

বাস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাওসার বলেন, যাত্রাবাড়ী রুটের এই বাসে গাদাগাদি করে এমনকি ঝুলেঝুলে শিক্ষার্থীরা চলাচল করে। বাস বন্ধ থাকায় কলেজে আসতে দেরি হচ্ছে। সময় মত ক্লাসে উপস্থিত হতে পারছি না।

কলেজ সূত্র জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গত বছর ভাড়ায় দুটি ডাবল ডেকার বাস চালু করেছে কলেজ প্রশাসন। অগ্নিবীণা বাসটি যাত্রাবাড়ী রুটে চলাচল করে। ২৪ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ফেরার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঐ রুটে বর্তমানে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

ঘটনা তদন্তে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ আতাউর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মদ আতাউর রহমান জানান, আমাদের কাজ প্রায় শেষ। এই সপ্তাহেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের তদন্ত কমিটি সদস্য কে এম আতিকুজ্জামান হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে। তবে আমরা দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেব।বাস দ্রুতই চালু হবে, তবে রুট পরিবর্তন হতে পারে।

এ ব্যাপারে জানতে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ