ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০২:২৩ PM , আপডেট: ০১ মার্চ ২০২০, ০২:২৩ PM
ভারতের নয়াদিল্লিতে কট্টরপন্থি হিন্দুদের দ্বারা সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী। রোববার (১ মার্চ) ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, ভারতে চলমান সাম্প্রদায়িক সহিংসতাকে সন্ত্রাসী কর্মকান্ড আখ্যা দিয়ে এর প্রতিবাদে বেলা ১২টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জি. কে. সাদিকের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহবান জানান। একইসঙ্গে মুজিববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রনের বিষয়ে তীব্র নিন্দা জানান।
এর আগে সকাল ১১টার দিকে একই দাবিতে মৃত্যঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন করে শাখা ছাত্র মৈত্রী। এসময় মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লহ বলেন, ‘ভারতে এর আগেও মুসলমানদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। তারা শুধু মুসলমানদেরকে হামলা করেনি, বিশ্বের শান্তিকামী মানুষদের ওপর আঘাত করেছে।’
শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন। অন্যদিকে নরেন্দ্র মোদি তার বিপরীত। সেই সাস্প্রদায়িক চেতনাবিদ্ধ একজন ব্যক্তিকে আমরা এদেশের মাটিতে দেখতে চাইনা।’