মুজিববর্ষে মোদিকে চায় না ইবি শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক মোদির ঠাই নাই’, ‘সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না’, ‘মুসলিমদের উপর হামলা বন্ধ কর, বন্ধ কর’, ‘গো ব্যাক মোদি’, ‘বয়কোট মোদি,’ এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার মাটিতে না আসতে দেওয়ার জন্য শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন করেন তারা। ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জানা যায়, সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লীসহ কয়েকটি রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা গড়ে তুলেছে দেশটির উগ্রবাদী হিন্দুরা। যেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮জন। আর এই হামলার ঘটনায় কোন যথাযথ পদক্ষেপ ও সমাধান আনেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা রয়েছে। আর মোদির এই আগমনকে প্রতিরোধ করতে শনিবার (২৯ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মানববন্ধন করেন ইবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে মোদিকে উগ্রবাদী ও দাঙ্গাবাজ আখ্যায়িত করে শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অপরদিকে নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক চেতনায় ভারতে মুসলমানদেরকে উৎখাত করার জন্য তাদের উপর হামলা চালাচ্ছেন।’

তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদির মতো একজন ব্যক্তির উপস্থিতি কোনভাবেই মেনে নেওয়া যায় না। মোদিকে বাংলায় আসতে দেওয়া মানে সাম্প্রদায়িক চেতনাকে মেনে নেওয়া। তাই, সচেতন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে স্বোচ্চার হওয়া উচিৎ।’


সর্বশেষ সংবাদ