বহিরাগতের আগুনে পুড়ে ছাই ইবির কাঁঠালবাগান

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কাঠালবাগানে আগুন দিয়েছে বহিরাগতরা। এ ঘটনায় ক্যাম্পাসের পৃথক দুইটি বাগানের বেশকিছু ছোট-বড় গাছ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী মেহগনি বাগান ও কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পার্শ্ববর্তী পেয়ারাতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কয়েকজন বহিরাগত ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পার্শ্ববর্তী মেহগনি বাগান ও পেয়ারাতলায় আগুন ধরিয়ে দেয়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বঙ্গবন্ধু হল ও এর আশপাশের এলাকা।

এরপর কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এসময় শেখ রাসেল হলের কয়েকজন শিক্ষার্থী তাদেরকে (বহিরাগত) বাঁধা দিলে তারা তাদের উপর চড়াও হয়।

এক পর্যায়ে সেখানে অন্যান্য শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে তারা ক্যাম্পাসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় তারা। পরে প্রক্টরিয়াল বডি, ইবি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় জড়িতরা সবাই ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার বলে জানা গেছে। এদের মধ্যে স্থানীয় বাসিন্দা মিন্টু মুন্সির ছেলে সোহান, কটা মিয়ার ছেলে রাব্বি ও হারুনের ছেলে সায়েম বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘জড়িতদের পরিবারের তথ্য সংগ্রহের জন্য সিকিউরিটি বিভাগ কাজ করছে। ঘটনায় ক্ষয়ক্ষতি কম হলেও শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিব।’

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬