‘শুধু ভাল ছাত্র নয়, নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’

১৫ জানুয়ারি ২০২০, ০৫:০৭ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘২১শতকের পৃথিবী চায় একজন দক্ষ, সংবেদনশীল, দেশ প্রেমিক মানুষকে। তাই শুধুমাত্র ভাল ছাত্রই নয়, এর পাশাপাশি নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে বাংলামঞ্চে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচ ডে উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ‘সঞ্জীবনী- ৩৩তম ব্যাচ’ এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন মানেই স্বাধীন ও আনন্দময় একটি জীবন। লক্ষ্য রাখতে হবে, এ স্বাধীনতা যেন কোন ভাবেই মাত্রা ছাড়িয়ে না যায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে তোমরা ইতিবাচক হিসেবে ব্যবহার করবে।’



বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়েগুলোতে র‌্যাগিংয়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে নির্যাতন এমনকি সম্ভ্রমহানি করা হচ্ছে। তোমাদের প্রতি আহবান, তোমরা কোন অবস্থাতেই র‌্যাগিং করবে না। ইবি ক্যাম্পাসকে আমরা র‌্যাগিং মুক্ত রাখতে চাই।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানরে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এর আগে সকালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যাচ ডে উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি করেন সঞ্জীবনী- ৩৩তম ব্যাচের শিক্ষার্থীরা। র‌্যালি শেষে নতুন বর্ষের কেক কাটা হয়। এরপর দুুপুরে প্রীতিভোজ ও বিকেলে সঞ্জীবনী- ৩৩তম ব্যাচের আয়োজনে ফ্লাশমব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬