ছিনতাইয়ের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

০৯ জানুয়ারি ২০২০, ১০:০৯ PM

© টিডিসি ফটো

ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের এক ছাত্রী। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের টালিপাড়া এলাকায় ছিনাতইকারীর কবলে পড়েন তিনি। এসময় তার কাছে থাকা মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। তিনি জানান, গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেদৌসি ইরা। ছিনতাইয়ের সময় সে বাঁধা দিলে তার বাম হাতের বৃদ্ধা আঙুল কেটে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতুল ফেদৌসি কুষ্টিয়া সরকারি কলেজের পেছনে (টালিপাড়া এলাকা) মায়ের দোয়া নামে একটি মেসে থাকেন। বৃস্পতিবার সন্ধ্যায় গলি পথে হেঁটে বাজারের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে করে দুইজন ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসময় তার ব্যাগ জোরে টান দেওয়ায় ওই ছাত্রীর বাম হাতের বৃদ্ধা আঙুল কেটে যায়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন ওই ছাত্রীর সহপাঠিরা। ওই ব্যাগে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, এক হাজার টাকা, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, লাইব্রেরি কার্ডসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল বলে জানা গেছে।

এ ঘটনার পর কুষ্টিয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার সিসি টিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।

এদিকে কুষ্টিয়া শহরে ওই ছাত্রীর ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় এ ঘটনায় জড়িতদের অতিসত্তর গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬