জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা ইউট্যাবের

  © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অপসারণের দাবিতে চলামান আন্দোলনে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, একটি শান্তিপূর্ণ আন্দোলনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা অত্যন্ত গর্হিত এবং ন্যাক্কারজনক। ছাত্রলীগ অতীতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর হামলা করেছে। যা কখনোই প্রত্যাশিত নয়। অতীতের ঘটনার বিচার না হওয়ায় তারা বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। আমরা অবিলম্বে জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ইউট্যাবের বিবৃতি দাতাদের অন্যতম হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence