চবিতে কোনো ‘টর্চার সেল’ নেই: ছাত্রলীগ

১২ অক্টোবর ২০১৯, ০২:১৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোন ‘টর্চার সেল’ নেই বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সংগঠনটি এ দাবি করেছে। 

সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ে ‘টর্চার সেল’ আছে বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এক বিবৃতিতে এমন দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তথাকথিত টর্চার সেল নিয়ে প্রচারিত সংবাদে একদম শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম জুড়ে দিয়েছে। আমরা তাদের এই ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি, দেশের সকল গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি আপনারা সরেজমিনে এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, তাহলেই এই দাবির অসারতা প্রমাণ হবে।’

তারা বলেন, ‘বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন হলগুলোতে অবস্থান করত, তখন বিভিন্ন পত্রপত্রিকায় রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর শোনা গেলেও হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর ছাত্র নির্যাতনের একটা অভিযোগ পর্যন্ত নেই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘শিবির যখন হলগুলোতে অবস্থান করত, তখন বিভিন্ন রুমে বাইতুল মালের জন্য ছাত্রদের নির্যাতন করত। হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর হলগুলোতে সাধারণ ছাত্র নির্যাতনের কোনো অভিযোগ নেই। বরং চবিতে ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ভ্রাতৃপ্রতীম। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়ার পাশে সর্বদাই ছাত্রলীগ ছিল এবং থাকবে।,

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬