বর্ণিল আয়োজনে ইবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

© টিডিসি ফটো

বিশ্ব পর্যটন দিবস ২০১৯ জাকজমকপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

দিবসটি উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় ক্যাম্পাসে র‌্যালি করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া দিবসটি উদযাপনে বিভাগের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব পর্যটন দিবস-২০১৯ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রং তুলি ও আলপনার ছোঁয়ায় ক্যাম্পাসের বিভিন্ন স্থান সজ্জিত করেন বিভাগের শিক্ষার্থীরা।

এরপর শনিবার (আজ) ‘পর্যটন ও চাকরী সকলের জন্য এক সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানে র‌্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম রাকিব, শরীফুল ইসলাম জুয়েলসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল ও প্রধান ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মানচিত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচীর সমাপনীদিন আগামী (২ অক্টোবর) বিভাগের উদ্যোগে পর্যটন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রকাশের জেরে পাহাড়ে নিয়ে সাংবাদিককে পেটানোর হুমকি চব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬