বিদ্রোহীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়ল ইবি ছাত্রলীগ সম্পাদক
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেছেন বিদ্রোহী নেতা-কর্মীরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বহিরাগত ক্যাডার, ঠিকাদার, সাবেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, কুষ্টিয়া যুবলীগ নেতাদের নিয়ে ক্যাম্পাসে আসেন।
এ সময় তারা অস্ত্র নিয়ে ক্যাম্পাসের জিয়া মোড়ে অবস্থান করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ খবর আবাসিক হলগুলোতে ছড়িয়ে পড়লে প্রতিরোধ গড়ে তুলতে পদবঞ্চিত নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে সংঘবদ্ধভাবে অবস্থান নেয়।
সন্ধ্যা ৬টার দিকে লালন শাহ হল থেকে আবুল খায়েরের নেতৃত্বে সভাপতি-সম্পাদক গ্রুপের নেতা-কর্মীরা জিয়া মোড়ে অবস্থানরত নেতা-কর্মীদের সঙ্গে একত্রিত হয়। এ সংবাদে একযোগে দেশীয় অস্ত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল এবং সাদ্দাম হোসেন হলের সামনে অবস্থানরত পদবঞ্চিত নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সাধারণ সম্পাদকের কর্মীরা দৌড়ে পালিয়ে যায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছিলেন সম্পাদক রাকিব। পরে বিদ্রোহী পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের দিকে অগ্রসর হলে খবর পেয়ে রাকিব ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা পালিয়ে চলে যায়।
এ ব্যাপারে সদ্য সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাত বলেন, রাকিবকে আগেই ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এরপরও সে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য বহিরাগত ক্যাডারেদর নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তাই তাকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসছাড়া করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, আমরা ফোর্সসহ ক্যাম্পাসের প্রধান ফটকে ছিলাম। এ ঘটনা তো ক্যাম্পাসের ইন্টারনাল। তাই আমরা ঘটনা অবজারভ করছি।