ইবির মেডিকেল সেন্টারে ‘ডেন্টাল ইউনিট’ উদ্বোধন

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ PM
নতুন ইউনিটের উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী

নতুন ইউনিটের উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেডিকেল সেন্টারের নবনির্মিত দ্বিতীয়তলায় এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, দন্ত চিকিৎসক ডা. মাসুম আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘আমরা সাধারণত দায় না পড়লে দাঁতের চিকিৎসকের শরনাপন্ন হই না। মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের উদ্বোধনের মধ্যে দিয়ে আজ থেকেই বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্য দাঁতের চিকিৎসা সেবা পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা দাঁত হারিয়ে দাঁতের মর্যাদা বুঝতে চাই না। দন্ত চিকিৎসা পৃথিবীর বুকে একটি ব্যয়বহুল চিকিৎসা। সেখানে আজ মেডিকেল সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধনের ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দন্ত চিকিৎসার দ্বার উন্মোচিত হলো।’

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬