শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইবিতে ধর্মালোচনা

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM

© টিডিসি ফটো

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্মালোচনা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যেকোন গবেষণাই বলিনা কেন, ধর্মকে বিচ্ছিন্ন করে কখনো সুন্দর সামাজিক জীবন হতে পারে না। তাই বাংলাদেশের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায় সকল কিছুর ঊর্ধ্বে থেকে সকলকে সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।’

পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপর ধর্মালোচনা করেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রক্ষ্মচারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব আইচ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত)) ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী অধ্যাপক জয়শ্রী সেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬