ইবির আইসিই বিভাগের নাম পরিবর্তন

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভূক্ত ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নাম পরিবর্তন করে ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) করা হয়েছে।

গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত নামে বিভাগের যাততীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চত করে বলেন, ‘গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব করা হয়। এরপর সভায় সর্বোসম্মতিক্রমে এটি পাশ হয়।’

‘পরে গত ২৯ জুন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪৫তম সিন্ডিকেট সভায় উত্থাপিত হয়। এরপর বিজ্ঞ সিন্ডিকেট বিভাগের নাম ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) এর পরিবর্তে ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) করার অনুমোদন দেয়। ’


সর্বশেষ সংবাদ