আধিপত্য বিস্তারে ইবিতে ছাত্রলীগের মহড়া

০৫ আগস্ট ২০১৯, ০৫:৫৪ PM

© টিডিসি ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মহড়া দিয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে এ মহড়া দেয় তারা। মহড়ার এক পর্যায়ে একটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে মহড়া বের করে। এরপর তারা ডায়না চত্ত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রকৌশল ভবনে সামনে মহড়া দিয়ে একই স্থানে এসে শেষ করে।

এরপর এই মহড়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরাও পাল্টাপাল্টি মটরসাইকেল শোডাউন ও মহলা দেয়। মহড়ার একপর্যায়ে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরের দিকে আসলে সামনে দাড়ানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ব্যপক বিশৃংঙ্খলা সৃষ্টি হয়। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি (ছাত্রলীগের এক গ্রুপের নেতা) বলেন, ‘আমাদের শোডউনটি ছিল অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে। ক্যাম্পাসে টেন্ডারবাজ, দূর্নীতিবাজ ও প্রশাসনের দালালদের দালালী ঠেকাতে আমরা এ শোডাউন দিয়েছি। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ বিতর্ক সৃষ্টি করলে আমরা বসে থাকবো না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টেন্ডারকে কেন্দ্র করে কিছু বহিরাগত অছাত্ররা ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করেছিল। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি।’

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬