বশেমুরবিপ্রবিতে উচ্চহারে উন্নয়ন ফি, সুফল পাচ্ছেন না শিক্ষার্থীরা

১৯ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উচ্চহারে বিভাগ উন্নয়ন ফি নেয়া হচ্ছে। কিন্তু বিভাগগুলোতে প্রত্যাশিত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। অধিকাংশ বিভাগেই নেই পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরুম, সেমিনার লাইব্রেরিসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। তাছাড়া বেশ কয়টি বিভাগে নির্মানাধীন একাডেমিক ভবন ও টিনশেড ভবনে চলছে পাঠদান। তবে কেন এই ‍উচ্চহারে উন্নয়ন ফি নির্ধারণ এবং কেন হচ্ছে না প্রত্যাশিত উন্নয়ন- তার জবাব নেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছে।

বশেমুরবিপ্রবিতে প্রতি সেমিস্টারে প্রায় ১৫০০ টাকা বিভাগ উন্নয়ন ফি নেয়া হচ্ছে যেখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই খাতে কোনো টাকাই নেয়া হয় না এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ে এই খাতে টাকা নেয়া হয় সে সকল বিশ্ববিদ্যালয়েও এই টাকার পরিমাণ ৩০০ থেকে ৫০০। তবে এই সর্বাধিক বিভাগ উন্নয়ন ফি নেয়ার পরেও বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ বিভাগেই নেই পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরুম, সেমিনার লাইব্রেরিসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। প্রায় ২০টি বিভাগের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে নির্মানাধীন একাডেমিক ভবন ও টিনশেড বিল্ডিংয়ে যেগুলোতে পাঠদানের উপযুক্ত পরিবেশ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তবে এখন মনে হচ্ছে আমি নিজ হাতে নিজের জীবনকে নষ্ট করেছি। ক্লাসরুম, ল্যাবরুম, সেমিনার লাইব্রেরিসহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেলেও প্রতি সেমিস্টারে বিভাগ উন্নয়ন খাতে ১৫০০ টাকা দিতে বাধ্য হচ্ছি। আবার এসকল বিষয় নিয়ে কোনো অভিযোগ জানালেও সাথে সাথে বহিষ্কার হতে হচ্ছে।’

এদিকে উন্নয়ন ফি এর নোটিশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদের স্বাক্ষর থাকলেও তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। বলেছেন ‘আমি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নোটিশ প্রদান করেছি, উন্নয়ন ফি কেনো এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে আমার জানা নেই।’

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬