বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মান করবেন: বাকৃবি উপাচার্য

৩০ জুন ২০১৯, ০৫:০৯ PM

© টিডিসি ফটো

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী সবাই একত্রে একটি পরিবারের অংশ। কিন্তু অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঠিক সম্মানটি দেয়া হয় না। তাদের অনেক সময়ই অপমান এবং ছোট করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সব সময় তার কর্মকর্তা এবং কর্মচারীদের তাদের প্রাপ্য সম্মান এবং ভালবাসা দিতেন। যেখানে অনেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার কথা বললেও অফিসে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাই আমাদের উচিৎ মুজিব আদর্শকে মনে ধারণ করে কর্মচারীদের সঙ্গে সব সময় ভাল ব্যবহার করা।

বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুজিব আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কর্মকর্তাদের কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান। রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বাউএকের সহকারী পরিচালক কৃষিবিদ মো. আবুল বাশার আমজাদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬