জকসু নির্বাচন

এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: জবি ছাত্রদল আহবায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল  © টিডিসি সম্পাদিত

‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা না দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টার প্ল্যান। দ্য মাস্টার প্ল্যান ইজ সাকসেস।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর আচরণবিধিমালা বিষয়ে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল।

রবিবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন হিমেল।

তিনি বলেন, ‘জকসু বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। আবার অন্যদিকে এমফিল করা শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা না দিয়ে আমাদেরকে মাইনাস করা ছিল মাস্টার প্ল্যান এবং দ্য মাস্টার প্ল্যান ইজ সাকসেসফুল।’

আরও পড়ুন: ইকসুর গঠনতন্ত্র সিন্ডিকেটে অনুমোদন

হিমেল দাবি করেন, ‘যেসব নেতারা এমফিলে ভর্তি হওয়ার সুযোগ পাননি বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবরুদ্ধ পরিস্থিতির কারণে, যারা আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলেন এবং বর্তমানে ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন, তাদের নির্বাচনী প্রচারণার জন্য নির্দিষ্ট সময়ে প্রচার-প্রচারণার সুযোগ দিতে হবে। এজন্য আমাদের প্রয়োজনীয় আইডি কার্ড বা অ্যাক্সেস কার্ড দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা।


সর্বশেষ সংবাদ