বাসে ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- ইডেন কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:০৫ PM
নারায়ণগঞ্জ থেকে আসার পথে মৌমিতা পরিবহনের বাসে দুই ছাত্রী হেলপারের দ্বারা হেনস্তার শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ করেছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে কলেজ গেটের সামনে ও কলেজ মাঠে মৌমিতা পরিবহনের আটটি বাস আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ পর্যন্ত হাফ ভাড়া ২৫ টাকা নির্ধারিত হলেও চালকের সহকারী অতিরিক্ত ১০ টাকা দাবি করেন। তারা রাজি না হলে ওই সহকারী অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। শিক্ষার্থীর অভিযোগ, গাড়ি থেকে নামার সময় ইচ্ছাকৃতভাবে হঠাৎ ব্রেক কষে তাকে ফেলে দেওয়া হয়।
এসময় বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোস্তফা বলেন, পরবর্তীতে নারী শিক্ষার্থীদের হেনস্তা বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীরা ৮ দফা দাবি জানান। দাবিগুলো হল-নারী শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করা যাবে না; হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে; যাত্রী ওঠানামার সময় বাস সম্পূর্ণ থামাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের বাসে তুলতে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে; সংরক্ষিত নারী আসনে নারীদের বসার নিশ্চয়তা দিতে হবে; সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া প্রযোজ্য থাকবে; ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হেলপার ও চালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ইডেন কলেজ গেটের সামনে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না।